বেসরকারি খাতের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাইবার হামলার মুখে পড়েছে। শুক্রবার ভোরে হঠাৎ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। পরিবর্তন করা হয় প্রোফাইল ছবি, কভার ফটো এবং পোস্ট করা হয় একাধিক বার্তা। এতে ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পেজটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে ‘টিম এমএস 470 এক্স’ নামে এক হ্যাকার গ্রুপ। তারা অভিযোগ করে, ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের “অন্যায় ও অনৈতিক আচরণে” ক্ষুব্ধ হয়েই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষার দাবিতে এ হ্যাকিং চালানো হয়েছে বলে তাদের দাবি। হ্যাকাররা তাদের পোস্টে হুঁশিয়ারি দিয়ে জানায়, শুধু ফেসবুক পেজ নয়, শিগগিরই ইসলামী ব্যাংকের ওয়েবসাইটেও নতুন সাইবার আক্রমণ চালানো হবে। একই সঙ্গে সম্প্রতি চাকরিচ্যুত কর্মকর্তাদের বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানায়...