কিশোরগঞ্জের মিঠামইনে সহোদর দুই ভাই পারিবারিক বিরোধ নিয়ে তর্কিতর্কির সময় ভাতিজি জামাইয়ের কোদালের কোপে চাচা শ্বশুর নিহতের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা হয়। নিহত মো. মুকতু মিয়া (৭০) ওই গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। অভিযুক্ত সোহেল মিয়া পার্শ্ববর্তী ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি স্ত্রীসহ কলাপাড়া গ্রামে শ্বশুরবাড়িতেই বসবাস করেন। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘কিছুদিন আগে নিহত মুকতু মিয়ার নববিবাহিত ছেলের স্ত্রী কাউকে না জানিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে গেছেন। এ বিষয় নিয়ে মুকতু মিয়ার ছোট ভাই মফিজ মিয়া রাগান্বিত হয়ে বড় ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি করছিলেন প্রায় প্রতিদিনই। মুকতু মিয়ার অভিযোগ এ ঘটনায় তার সম্মান...