লাখ লাখ মুসলমানের কাছে ওমরাহ পালন এক আজীবনের স্বপ্ন। তবে ভিসা আবেদন, হোটেল বুকিং ও পরিবহণ ব্যবস্থাপনায় জটিলতা ও অনিয়মের কারণে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। এবার এসব সমস্যা দূর করতে ও প্রক্রিয়াকে স্বচ্ছ করতে সৌদি আরব ওমরাহ পালনের নিয়মকানুনে বড় পরিবর্তন এনেছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিকখালিজ টাইমসজানিয়েছে, নতুন নিয়মে ভিসা, আবাসন, পরিবহণ ও বুকিং প্রক্রিয়ার প্রতিটি ধাপ সরকারি প্ল্যাটফর্মনুসুকওমাসার-এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে অনুমোদিত পরিষেবা ছাড়া অন্য কোনো পথ ব্যবহার করা যাবে না। ১.ভিসার সঙ্গে আবাসন বাধ্যতামূলকওমরাহ ভিসার আবেদন করার সময়ই অনুমোদিত হোটেল বুক করতে হবে অথবা সৌদি আরবে আত্মীয়ের বাসায় থাকার পরিকল্পনা জানাতে হবে। ২.আত্মীয়ের বাসায় থাকলে পরিচয়পত্র জমাযারা আত্মীয়ের কাছে থাকবেন, তাদের অবশ্যই সংশ্লিষ্ট সৌদি আইডি নম্বর ভিসা আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। ৩.পর্যটন ভিসায় ওমরাহ নয়পর্যটন...