কক্সবাজার জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টানা অভিযানে একদিনে প্রায় ৪০ হাজার ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ হয়েছে। উখিয়া, রামু ও টেকনাফে পৃথক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ, আর কোস্ট গার্ড জব্দ করেছে ভাসমান বস্তায় রাখা বিপুল পরিমাণ ইয়াবা। উখিয়া থানার ওসি জিয়াউর হক জানান, উখিয়ায় শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হলদিয়া পালং ইউনিয়নের ধুরুমখালী এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়ক থেকে একটি টমটম আটক করে পুলিশ। এ সময় চালক হামিদুল হক (২৫)-এর কাছ থেকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে রামুর ঈদগড় বাজার এলাকায় একই দিনে অভিযান চালিয়ে ২৭৫ পিস ইয়াবাসহ স্থানীয় পল্লী চিকিৎসক সাহাব উদ্দিনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসকের...