তথ্য-প্রযুক্তির এই যুগে ঘরে বসেই আয় করার সুযোগ তৈরি হয়েছে সবার জন্য। বাংলাদেশেও এ সুযোগ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। ইন্টারনেট সংযোগ ও প্রয়োজনীয় কিছু দক্ষতা থাকলেই শিক্ষার্থী, গৃহিণী, চাকরিজীবী কিংবা অবসরপ্রাপ্ত ব্যক্তিরা অনলাইনে আয় করতে পারছেন। এই অনলাইন জগৎ এনে দিচ্ছে স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং নতুন এক সম্ভাবনার দরজা। তবে শুরু করার আগে জানতে হবে কোন প্ল্যাটফর্মে কাজ করবেন, কী ধরনের দক্ষতা লাগবে এবং প্রতারণা এড়াতে কীভাবে সতর্ক থাকতে হবে। কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে পারবেন। জেনে নিন এসব সম্পর্কে: অনলাইনে আয়ের সবচেয়ে জনপ্রিয় ও স্থিতিশীল মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। মূলত বিভিন্ন দেশ বা প্রতিষ্ঠানের ক্লায়েন্টরা অনলাইনের মাধ্যমে কাজ দিয়ে থাকেন, যেগুলো ঘরে বসে সম্পন্ন করা যায়। প্ল্যাটফর্মগুলো হলো-Upwork, Fiverr, Freelancer.com, PeoplePerHour. ঘণ্টায় ৫...