ইনিংসের অর্ধেক ওভার শেষে আফগানিস্তান রান ১ উইকেটে ৬৯। বোঝাই যাচ্ছে, উইকেট হাতে রেখে শেষের দিকে দ্রুত রান তুলতে চায় দলটি। টসের সময় আফগানিস্তান অধিনায়ক রশিদ খানও এমনটিই বলেছিলেন। ইবরাহিম জাদরান ৩৭ এবং রহমানউল্লাহ গুরবাজ ৮ রানে ব্যাট করছেন। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন রিশাদ। বাঁহাতি পেসার শরীফুল ৩ ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন। অষ্টম ওভারের পঞ্চম বলে আফগানিস্তানের প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। রিশাদ হোসেনের বলে লং অনে পারভেজের হাতে ক্যাচ দিয়েছেন সেদিকউল্লাহ আতাল। এর আগের দুই বলে লং অফ ও লং অনের ওপর দিয়ে টানা দুই ছক্কা মেরেছেন তিনি। টানা তৃতীয় বলে ছক্কা মারতে গিয়ে বল তুলে ফেলেছেন ওপরে। আতাল আউট হওয়ার আগে ১৯ বলে করেছেন ২৩ রান। ৫৫ রানে প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান। পাওয়ার প্লেতে...