মুন্সিগঞ্জ সদরে পূর্ব বিরোধের জের ধরে ইলিয়াস শেখ (৬০) নামের এক বৃদ্ধকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার রামপাল ইউনিয়নের শাখারীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।ওই বৃদ্ধ বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রয়েছেন। তার শরীরের মাথা থেকে কোমর পর্যন্ত পুড়ে গেছে বলে স্বজনরা জানিয়েছেন। আহত ইলিয়াস শেখ শাখারীবাজার এলাকার ভূইয়াবাড়ির মৃত লাল মিয়া শেখের ছেলে। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। বৃদ্ধ ইলিয়াসের মেয়ে বিথি আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার বাবার নামে থাকা ৮০ শতাংশ জমি নিয়ে স্থানীয় প্রভাবশালী ও রাজনীতির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তারা জমিটি দখল করে নিতে চাচ্ছেন। এজন্য প্রায়ই আমার বাবাকে মারধর করেন তারা। গতকাল রাত ২টার দিকে হঠাৎ শরীরে...