০৩ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শুক্রবার (৩ অক্টোবর) সকালে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৯ জন আহত হয়েছেন। ফেসবুকে একটি বিকৃত ছবি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়, এছাড়া কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিএনপি কর্মীদের দাবি, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেত্রী রুমিন ফারহানাকে জড়িয়ে একটি বিকৃত ছবি শেয়ার করেন। বৃহস্পতিবার বিকেল থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ইউনিয়ন জামায়াতের আমির ইলিয়াস...