০৩ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পিএম সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণ আজ চায় একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন- যেখানে তারা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করে পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বালাগঞ্জ উপজেলা বিএনপি ও এর অন্তর্ভুক্ত ছয় ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাইয়ুম চৌধুরী বলেন, “আমরা জানি এ সংগ্রাম সহজ নয়। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন প্রতিকূলতার সামনে সাহসী হতে। আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমাদের দায়িত্ব তাঁকে শক্তিশালী করা এবং জনগণের...