দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৮টি সাধারণ ও একটি বিশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। ১৯টি নিবন্ধন পরীক্ষায় সনদ পেতে আবেদন করেন এক কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৯৬ জন। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ সুপারিশ পেয়েছেন মাত্র এক লাখ ৭৭ হাজার ৫৭১ জন। শতকরা হিসাবে আবেদন করা প্রার্থীর মাত্র ১ দশমিক ৫১ শতাংশ নিয়োগ পেয়েছেন। সম্প্রতি এনটিআরসিএর কার্যালয়ে অংশীজনদের নিয়ে আয়োজিত কর্মশালায় সংস্থাটির সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। সেই পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। এনটিআরসিএ জানিয়েছে, ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত একটি বিশেষ ও ১৮টি নিয়মিত শিক্ষক নিবন্ধন পরীক্ষা...