দুর্গাপূজার শেষ দিনে বিজয়া দশমীর ছবি পোস্ট করে কটাক্ষের মুখে অভিনেতা ইয়াশ রোহান। বৃহস্পতিবার রাতে ছবিটি পোস্ট করার পর থেকেই তার মন্তব্য বাক্স ভরে যায় নানা ধরনের প্রতিক্রিয়ায়— যার মধ্যে বেশিরভাগই ছিল ঘৃণামূলক এবং ব্যক্তিগত আক্রমণাত্মক। এরপর তার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে সাধারণ ভক্ত অনুরাগী থেকে সংস্কৃতি অঙ্গনের সহকর্মীরা। এবার তার পাশে দাঁড়িয়ে অন্যরকম এক ঘোষণা দিলেন শরিফুল রাজ ও বুবলীকে নিয়ে ‘দেয়ালের দেশ’ বানিয়ে আলোচনায় আসা তরুণ নির্মাতা মিশুক মনি। ইয়াশের সেই ছবিটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে মিশুক লিখেন,“ইয়াশ হিন্দু বলে কিছু মানুষ তার নাটক বয়কটের কথা বলছে কিন্তু, আমি ইয়াশের নাটকে প্রডিউস করার ঘোষণা করছি। যেকোন নির্মাতা ভালো গল্পে ইয়াশকে ভাবতে পারেন আমি প্রডিউসার হবো। যারা ইয়াশকে বয়কটের কথা বলেছেন তাদের গালে এরচেয়ে জোরে জুতোর বারি মারার...