বিশ্ব অর্থনীতিতে “অর্নামেন্টাল ফিশ” বা বাহারি মাছের বাজার ইতোমধ্যেই একটি শক্তিশালী খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)–এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্নামেন্টাল ফিশ মার্কেটের বার্ষিক আকার বর্তমানে প্রায় ১০–১২ বিলিয়ন মার্কিন ডলার। আগামী পাঁচ বছরে এই খাত আরও ৭–৮% হারে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপ, উত্তর আমেরিকা ও পূর্ব এশিয়ায় অ্যাকুয়ারিয়াম সংস্কৃতির প্রসার এই বাজারকে দিন দিন সম্প্রসারিত করছে। সিঙ্গাপুর : বৈশ্বিক অর্নামেন্টাল ফিশ রপ্তানির ২০% এরও বেশি নিয়ন্ত্রণ করছে। প্রতিবছর এই খাত থেকে তাদের আয় প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার (FAO, 2023)। থাইল্যান্ড : বাহারি মাছকে কৃষি ও পর্যটনের সঙ্গে যুক্ত করে একটি দ্বৈত রাজস্ব খাত তৈরি করেছে। ভারত : পশ্চিমবঙ্গ ও কেরালায় ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে প্রতিবছর প্রায় ১৫০ মিলিয়ন মার্কিন ডলার...