২৪-এর গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক শক্তির ঐকমত্যের ভিত্তিতে ঐতিহাসিক জুলাই সনদ প্রণয়নের দাবি উঠেছে। একই সঙ্গে এতে নিবন্ধিত ও অনিবন্ধিত সকল দলের মতামত নেওয়া না হলে ভবিষ্যতে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মত প্রকাশ করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) জনতা পার্টি বাংলাদেশের কার্যালয়ে বিকল্প রাজনৈতিক জোট গঠনের ধারাবাহিক মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা এ মত প্রকাশ করেন। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসীন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভাটি সঞ্চালনা করেন জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন। নেতারা বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ করতে হলে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ ও উদার করতে হবে। জুলাই বিপ্লবের পর এক-এগারোর সরকার প্রণীত নিবন্ধন বিধি কার্যকর থাকতে পারে না। এছাড়া নির্বাচন কমিশনকে তার নিরপেক্ষতার প্রমাণও দিতে...