ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরু চুরির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বড়হিত ইউনিয়নের বড়ডাংরী গ্রাম থেকে আলী আকবর (৪৮) নামে এক আসামিকে আটক করা হয়। তিনি মৃত আছর উদ্দিনের ছেলে। পরে আলী আকবরের দেওয়া তথ্যের ভিত্তিতে উচাখিলা ইউনিয়ন ও ময়মনসিংহ সদরের নিলক্ষীয়া ইউনিয়ন থেকে আরও দুইজনকে ধরা হয়। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। ঘটনার সূত্রপাত ঘটে গত বুধবার রাতে। ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামের আবদিয়া এগ্রো ফার্ম থেকে একদল চোর ৮টি গরু চুরি করে...