ঢাকার গুলশান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার বরিশালের মুলাদী পৌরসভার সাবেক মেয়র শফিকুল জামান রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার ঢাকার মহানগর হাকিম জশিতা ইসলাম এ আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানিয়েছেন। গুলশান থেকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রুবেলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মোজাম্মেল হক মামুন। আবেদনে বলা হয়, গুলশানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের ‘পরামর্শদাতা ও নির্দেশদাতা’ হিসেবে ‘সক্রিয় দেশবিরোধী প্রচারণায়’ অংশগ্রহণ করেন রুবেল। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে তথ্য মিলেছে। তিনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত সদস্যদের অর্থ দিয়ে থাকেন। প্রভাবশালী নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের সংগঠিত করে...