০৩ অক্টোবর ২০২৫, ০৮:০৮ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ পিএম আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৮টায়। সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস। বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাদেরকে জায়গা দিতে খেলছেন না অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান। আফগান একাদশে পরিবর্তন তিনটি। বাদ পড়েছেন মোহাম্মদ ইসহাক, শারাফউদ্দিন আশরাফ, ফারিদ আহমাদ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ওয়াফিউল্লাহ তারাখিলের। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচ খেলে ১৪৫.৯৫ স্ট্রাইক রেটে ৭৯৪ রান করেছেন এই ব্যাটসম্যান, ফিফটি পাঁচটি। ফিরেছেন আবদুল্লাহ আহমাদজাই ও অভিজ্ঞ স্পিনার মুজিব উর রাহমানকে। বাংলাদেশএকাদশ:জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান,...