নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ হওয়া রনি চন্দ্র পালের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর আজ শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মহাদেবপুর উপজেলা সদরের সাবেক ব্রিজের দক্ষিণ পাশে নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি চন্দ্র পাল মান্দা উপজেলার মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে রনি তার ফুফুর বাড়ি মহাদেবপুর উপজেলার কুঞ্জবনে বেড়াতে যায়। সেখানে ফুফাতো ভাই প্রান্তজিৎ হালদারের সঙ্গে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমা বিসর্জনের জন্য নৌকায় ওঠে। শিবগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকা থেকে রনি নদীতে পড়ে যায় এবং নিখোঁজ হয়।...