চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলার জেরে স্মরণকালের অন্যতম ভয়াবহ এক সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। এরপর থেকে এখন পর্যন্ত বলতে গেলে চরম শত্রুভাবাপন্ন এক সম্পর্ক বিরাজ করছে দুদেশের মধ্যে। এরই মধ্যে সৌদি আরবের সঙ্গে একটি শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি করে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে পাকিস্তান। অন্যদিকে ভারতও চীন এবং রাশিয়ার সঙ্গে মিলে আলাদা এক বলয় তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক কথায়, দুদেশের মধ্যেই ক্ষমতার এক তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে ইদানিং। এ অবস্থায় পাকিস্তানকে এবার প্রচ্ছন্নভাবে ভয়ংকর এক হুমকিই দিয়ে বসেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদদ দিয়ে যাচ্ছে দাবি করে স্পষ্টভাবে তিনি বলেছেন, অপারেশন সিঁদুর ১.০-তে আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার আর তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু...