এক মাস তিন দিন বন্ধ থাকার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবির সব হল খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৫ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস-পরীক্ষা। শুক্রবার সকাল থেকে শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোনিয়া সোহেলী। এর আগে ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হল খোলার সিদ্ধান্ত জানানো হয়। শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলাসহ বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৩১ অগাস্ট রাতে সব ধরনের ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। সেইসঙ্গে শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমানে শিক্ষা ও গবেষণার পরিবেশ স্বাভাবিক হওয়ায় আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভেটেরিনারি অনুষদ এবং পশু পালন...