বিসিবি নির্বাচন ঘিরে নানা নাটকীয়তা। মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী। হাইকোর্টের রায়ে আটকে আছে ১৫টি ক্লাবের কাউন্সিলর শিপ। এই ধরণের পরিস্থিতে অসন্তোষ ক্যাটাগরি-৩ থেকে পরিচালক পদে নির্বাচন করা প্রার্থী দেবব্রত পাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনোনীত এই প্রার্থী বলেছেন, ‘অপ্রীতিকর পরিবেশ দেখা যাচ্ছে, যা কাম্য নয়।’ শুক্রবার বিকেলে মিরপুর শের-ই-বাংলায় বিসিবি অফিসে আসেন দেবব্রত। সেখানে জানান, তামিম ইকবালের মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি মানতে পারছেন না তিনি। বলেছেন, ‘তামিম ইকবালের অনুপস্থিতি ব্যক্তিগতভাবে আমাকে পীড়া দিয়েছে। এই ধরনের পরিস্থিতি কখনই কাম্য হতে পারে না।’ ‘বিভিন্ন কাউন্সিলরের কাছ থেকে অপ্রীতিকর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, যা কখনোই কাম্য নয়। ক্যাটাগরি-৩ এ স্বনামধন্য সাবেক ক্রিকেট ব্যক্তিত্বরা রয়েছেন, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ডসহ বিভিন্ন সার্ভিসের গণ্যমান্য প্রাজ্ঞ ব্যক্তিরা আছেন। আমি চাই এখানে সুষ্ঠু-সুন্দর পরিবেশ থাকুক।’ সুষ্ঠ...