নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদীতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ কিশোর রনির (১৬) লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আত্রাই নদীর বেইলি ব্রিজের দক্ষিণ পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।আরো পড়ুন:নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধারমাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের উদ্ধার অভিযান পরিচালনার সময় লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। তারা লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার (২...