সেখানে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য সংস্থার মহাকাশ গবেষণার কাজ বন্ধ রাখা হচ্ছে। সম্প্রতি আমেরিকার ফেডারেল সরকার ফান্ডিং সংক্রান্ত বাজেট পাশ করাতে পারেনি। আর তার জেরেই ১ অক্টোবর ২০২৫ থেকে শুরু হয়েছে Government Shutdown। প্রায় ছ’বছর পর ফের আমেরিকায় এমন পরিস্থিতি তৈরি হল। সরকারি বাজেটের অচলাবস্থার ফলে নাসার মতো গুরুত্বপূর্ণ সংস্থাতেও প্রভাব পড়েছে। নিয়ম অনুযায়ী, শুধু প্রাণহানি রোধ বা সম্পত্তি রক্ষার জন্য যাঁরা অপরিহার্য, সেই কর্মীরাই কাজ চালিয়ে যাচ্ছেন। বাকি সমস্ত প্রকল্পই আপাতত স্থগিত। নাসার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম একেবারে স্থবির হয়ে গিয়েছে। গবেষণা, জনসচেতনতা, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ প্রকল্প, সবই আপাতত থেমে গেছে। এমনকি Artemis Mission এর প্রস্তুতিও ঝুলে যেতে পারে (এই প্রকল্পের লক্ষ্য হল মানুষকে ফের চাঁদে পাঠানো)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) এ থাকা মহাকাশচারীদের সঙ্গে কাজসৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহে...