কিন্তু এই কনভয়ে অক্টোবর ২ তারিখে ইজরাইলি বাহিনী কর্তৃক উক্ত নৌকায় হামলা করা হয় ও পরবর্তীতে মানবাধিকার কর্মীদের অপহরণ করে আটক করা হয়েছে। এই আক্রমণ আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং সামুদ্রিক স্বাধীনতার লঙ্ঘন।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি মানবিক যাত্রা—যেখানে সহিংসতার কোনো স্থান নেই। এর ওপর হামলা এবং কর্মীদের আটক নিছক একটি দখলদার ইজরাইলী গণহত্যামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা। ফিলিস্তিনের মানুষ একা নয়। ফ্লোটিলা আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক। দখলদারী শক্তি যতই বাঁধা দিক, আমরা ন্যায়, মানবতা ও স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ এবং লড়াই চালিয়ে যাব বলে মন্তব্য করেছে সংগঠনটি। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- গ্লোবাল...