অবরুদ্ধ গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের বাকি থাকা জাহাজটিও ভূমধ্যসাগরে আটকেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকালে ইসরায়েলি কমান্ডোরা যে জোর করে নৌযানটিতে উঠে পড়েছেন লাইভস্ট্রিম ভিডিওতে তা দেখতে পাওয়ার কথা জানিয়েছে আল-জাজিরা। পোল্যান্ডের পতাকাবাহী এ জাহাজ ম্যারিনেটে ছয়জন ক্রু আছে বলে খবর পাওয়া গেছে। এটিই ছিল ৪৪টি নৌযানের শক্তিশালী ফ্লোটিলা বহরের সবশেষ জাহাজ যা ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজার দিকে ছুটে যাচ্ছিল। ম্যারিনেটের আগে বৃহস্পতিবার ইসরায়েল বহরের বাকি সব নৌযানকে আটকায় এবং সেখানে থাকা বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী ও ক্রুদের আশদোদ বন্দরে নিয়ে যায়। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে গাজা থেকে ৪২ দশমিক ৫ নটিকাল মাইল দূরে ম্যারিনেটকেও আটকায় ইসরায়েলি বাহিনী। আশদোদ বন্দরে এরই মধ্যে ৬০০ ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। সেখানে...