প্রথম দফায় গাজা অভিমুখে যাওয়া জাহাজগুলো আটকে দিয়েছে ইসরায়েল। দখলদাররা দাবি করছে, এ যাত্রায় অবরোধ ভাঙার স্বপ্ন শেষ ফ্রিডম ফ্লোটিলার। কিন্তু আন্তর্জাতিক সংস্থাটি এখনও হাল ছাড়েনি।আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) বৃহস্পতিবার জানিয়েছে, বছরের পর বছর ধরে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও ১১টি জাহাজ গাজা উপত্যকার দিকে যাত্রা করছে। খবর আনাদোলু এজেন্সির।এক বিবৃতিতে এফএফসি জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ছেড়েছিল। ৩০ সেপ্টেম্বর জাহাজ কনসায়েন্স তাদের সাথে যোগ দিয়েছে। এরাসহ ১১টি জাহাজ খুব শিগগির গাজার জলসীমায় প্রবেশ করবে।শুক্রবার জানা গেছে, জাহাজগুলো কয়েক ঘণ্টার মধ্যে ‘থাউজড ম্যাডলিনস টু গাজা’ নামে ৮টি নৌকার বহরের সাথে মিলিত হবে বলে আশা করা হচ্ছে। এরপর একসাথে দুটি দল গাজার দিকে যাওয়ার জন্য ১১টি জাহাজের সমন্বিত একটি বহর...