বরগুনা:ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিপণন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ফলে বিকেল থেকেই একে একে ফিশিং ট্রলার নিয়ে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (৪ অক্টোবর) থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। জেলেরা জানান, আষাঢ় থেকে আশ্বিন ইলিশের প্রধান মৌসুম হলেও এর মধ্যে ৬৫ দিনের ও ২২ দিনের নিষেধাজ্ঞা, বৈরী আবহাওয়া এবং নদীতে পর্যাপ্ত ইলিশের অভাবে তারা লোকসানের মুখে পড়েছেন। নিষেধাজ্ঞা চলাকালে উপকূলের প্রায় দেড় লাখ জেলে কর্মহীন হয়ে পড়বেন।...