জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দেওয়াকে নির্বাচন কমিশনের (ইসি) ‘স্বেচ্ছাচারী সিদ্ধান্ত ও একরোখা মনোভাব’ হিসেবে মন্তব্য করে ইসিকে তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত ‘শাপলা প্রতীক বরাদ্দ প্রশ্নে এনসিপির ব্যাখ্যা’ শিরোনামে এক বার্তায় এ আহ্বান জানান।বার্তায় নাহিদ ইসলাম শাপলা প্রতীক নিয়ে শুরু থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে যা যা হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন। শুক্রবার (০৩ অক্টোবর) বিকেলে এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলাম স্বাক্ষরিত এই বার্তাটি শেয়ার করেন। এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আশা করি শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের স্বেচ্ছাচারী ও একরোখা মনোভাব পরিত্যাগ করবে এবং এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে...