পাকিস্তানশাসিত কাশ্মীর বা আজাদ জম্মু-কাশ্মীরে টানা চতুর্থ দিনের মতো বৃহস্পতিবারও সম্পূর্ণ ধর্মঘট চলছে। এ সময় সহিংসতায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন। আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে আরও অনেকে আহত হয়েছেন। সরকার একটি আলোচনাকারী কমিটি গঠন করে বৃহস্পতিবার রাজধানী মুজাফফরাবাদে পাঠিয়েছে। তারা জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) সঙ্গে আলোচনা করবে। এই কমিটিই বর্তমানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। শওকত নবাজ মীরের নেতৃত্বে ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে কয়েকটি জেলার জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে ২৮ সেপ্টেম্বর থেকে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ৪০ লাখের বেশি মানুষ এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।আরও পড়ুনআরও পড়ুনপাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের প্রতিবাদকারীদের অভিযোগ, সরকার তাদের ৩৮ দফা...