০৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পিএম মাদক ও ইয়াবার বিস্তার রোধে কিশোরগঞ্জের অষ্টগ্রামে উঠেছে এলাকাবাসীর প্রতিবাদী কণ্ঠস্বর। শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর জেলার অষ্টগ্রাম উপজেলার খাঁন ঠাকুর দিঘির পাড় এলাকায় সচেতনতামূলক সমাবেশ ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় যুব প্রতিনিধি সোহেল রানা বলেন, “মাদক শুধু ব্যক্তিকে নয়, গোটা সমাজকেই ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে সবাইকে একসাথে লড়াই করতে হবে।” এলাকাবাসীর পক্ষ থেকে মো. হাবিব মিয়া জানান, “মাদকসেবীদের কারণে এলাকায় নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। নারীরা আতঙ্কে থাকে, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীরাও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।” সমাবেশে পরিবারে পরিবারে সচেতনতা সৃষ্টি, মাদক ব্যবসায়ীদের চিহ্নিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার...