বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে লাভ কোন হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। শুক্রবার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাম তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ কালে তিনি এ কথা বলেন। মাহবুবুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মাহবুবুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত সতের বছর বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ৬০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করেছে। সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীসহ বিএনপির অসংখ্য নেতা কর্মী গুম,খুন, জেল-জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন । এতো নির্যাতন করে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে রাখতে পারে নাই। ফ্যাসিস্ট হাসিনা...