বগুড়ার কাহালুতে যুবদল নেতা সোয়েব সরকার রাহুল (২৮) হত্যারহস্য উন্মোচিত হয়েছে। আওয়ামী লীগ নেতা জামিল হোসেনের (৪৫) লিজ নেওয়া পুকুর দখল করে মাছ ধরা নিয়ে বিরোধে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গ্রেফতার জামিল হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন খাতুনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তকারী কর্মকর্তা কাহালু থানার এসআই মাসুদ করিম শুক্রবার বিকালে এ তথ্য দিয়েছেন। পুলিশ ও গ্রামবাসী জানান, বগুড়া শহর যুবদলের ১৩নং ওয়ার্ড শাখার সভাপতি সোয়েব সরকার রাহুল বগুড়ার সুলতানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলার কৈগাড়ি গ্রামের মৃত আবদুস সোবাহান সরকারের ছেলে। বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া উত্তরপাড়া গ্রামে জোড়া ওয়াকফ স্টেটের পুকুর আছে। পুকুরটি দীর্ঘদিন কাহালু সদরের পাল্লাপাড়া গ্রামের আবদুল মজিদ আকন্দের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিল...