সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার তদন্ত কর্মকর্তার আবেদনে শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম জশিতা ইসলাম এ আদেশ দেন। ঢাকার গুলশান এলাকা থেকে গত ২৭ সেপ্টেম্বর শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তার ৫ দিনের রিমান্ডের আদেশ আসে। সেই রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, আদালতে শাহেদের আইনজীবী বাবুল আক্তার (বাবু) তার জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে আদেশ দেয়। তার বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ফজলে রাব্বী পার্কের পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে...