শরীয়তপুরের সখিপুর থানার মাদ্রাসা ছাত্রী ছয় বছরের শিশু তায়েবাকে নির্মমভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত ন্যায়বিচারের দাবিতে ঢাকাস্থ সখিপুর থানার বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের উদ্যোগে জাতীয় শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে আপন চাচী আয়েশা খাতুন শিশু তায়েবাকে হত্যা করে পাশের বাড়ির সেফটিক ট্যাংকে ফেলে রাখে। নিখোঁজ হওয়ার দুই দিন পর ২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এলাকাবাসীর অভিযানে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার হয়। হত্যার ঘটনায় প্রত্যক্ষ সাক্ষীর জবানবন্দিতেও একই তথ্য উঠে এসেছে। কিন্তু এ ঘটনার এক সপ্তাহ অতিক্রান্ত হলেও পুলিশ প্রশাসনের ভূমিকা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে বলে বক্তারা অভিযোগ করেন। তাদের মতে, পুলিশ প্রথম থেকেই গাফিলতি দেখিয়েছে এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপে প্রধান আসামীকে আড়াল করার...