যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে বিধ্বস্ত হয়েছে মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজনের দুটি প্রাইম এয়ার ড্রোন। বৃহস্পতিবার সকালে অ্যারিজোনার টলেসন শহরে অ্যামাজনের দুটি ডেলিভারি ড্রোনের সংঘর্ষ ঘটে একটি ক্রেইনের সঙ্গে। ঘটনাটি অ্যামাজনের এক সেন্টার থেকে প্রায় দুই মাইল দূরে ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও টলেসন পুলিশের সার্জেন্ট এরিক মেনডেজ স্থানীয় রেডিও স্টেশন ‘কেটিএআর’কে বলেছেন, এখন ঘটনাটির তদন্তের দায়িত্ব নিচ্ছে মার্কিন ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফএএ। এমন ঘটনা ড্রোন প্রযুক্তির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে পারে, বিশেষ করে যখন বাণিজ্যিকভাবে ড্রোন ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ছে। অ্যামাজনের প্রতিনিধি টেরেন্স ক্লার্ক বলেছেন, “আমরা টলেসন শহরে দুটি প্রাইম এয়ার ড্রোনের সংঘর্ষের ঘটনা সম্পর্কে জেনেছি। বর্তমানে এই বিষয়ে সংশ্লিষ্ট...