চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির নেতা রুমিন ফারহানার ছবি ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা বাজারে সংঘর্ষ হয়।আরো পড়ুন:পাবনায় ঈদগাহের নাম নিয়ে দু’ গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ২০হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, ৫০ জন আহত পাবনায় ঈদগাহের নাম নিয়ে দু’ গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ২০ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক রহমান ও রুমিন ফারহানাকে ব্যঙ্গ করে পোস্ট দেওয়া একটি ছবি শেয়ার দেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন। ওই পোস্টকে অবমাননাকর উল্লেখ করে বিএনপি নেতাকর্মীরা ক্ষুদ্ধ হন। পরে ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে পোস্টটি মুছে ফেলেন। এ নিয়ে শুক্রবার (৩ অক্টোবর) স্থানীয়ভাবে বৈঠকের...