বৃহস্পতিবার (২ অক্টোবর) ছিলো বিজয়া দশমী। এদিন অভিনেতা ইয়াশ রোহান কপালে সিঁদুর তিলক কেটে দুর্গা মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। ছবিটি পোস্ট করার পর থেকেই তার মন্তব্য বাক্স ভরে যায় নানা ধরনের প্রতিক্রিয়ায়— যার মধ্যে বেশিরভাগই ছিল ঘৃণামূলক এবং ব্যক্তিগত আক্রমণাত্মক। রাত ১টার দিকে ছবি পোস্ট করার পর মাত্র ১৮ ঘণ্টায় তাতে এসেছে প্রায় ৭১ হাজার রিয়েকশন, আড়াই হাজার শেয়ার এবং ১৫ হাজারের বেশি মন্তব্য। আশ্চর্যের বিষয়, মন্তব্যগুলোর বড় অংশই ছিল কটূক্তি, ধর্মীয় আক্রমণ ও ঘৃণামূলক বক্তব্যে ভরা। কেউ লিখেছেন,“আজকে থেকে তোমার নাটক আর দেখবো না।” অন্য আরেকজন লিখেছেন “তোকে মুসলিম ভেবেছিলাম।” অপর আরেকজন লিখেছেন,“তুই হিন্দু, আজকে জানলাম।” এমন অসংখ্য বিদ্বেষপূর্ণ মন্তব্য সত্ত্বেও, ইয়াশ রোহানকে ইতিবাচক ও ভদ্রভাবে উত্তর দিতে দেখা গেছে। তবে নেতিবাচক মন্তব্যের...