একরাম তালুকদার ও আব্দুর রাজ্জাক, দিনাজপুর ও বীরগঞ্জ শুক্রবার দুপুর গড়িয়ে বিকাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের পদচারণায় মুখরিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ। কাচের চুড়ির টুংটাং শব্দ, ঢাক-ঢোলের বাজনা আর মাইক থেকে ভেসে আসা আদিবাসীদের গানের সুরের মূর্ছনায় মেতেছে পুরো এলাকা। এ দৃশ্য দীর্ঘ ২০০ বছর ধরে চলা অনন্ত এক উৎসব, যা সবার কাছে ‘বাসিয়া হাটি’ নামে বেশ পরিচিত। এ মেলায় পছন্দের জীবনসঙ্গীও খুঁজে নেন তরুণ-তরুণীরা। প্রতি বছর দুর্গাপূজার বিজয়া দশমীর পরের দিন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ এলাকায় আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ ছুটে আসেন। মেলায় সবচেয়ে বেশি নজর কাড়ে তরুণ-তরুণীদের সাজসজ্জা। রঙিন শাড়ি, মাথায় ফুল, হাতে কাঁচের চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক- একেকজন যেন রঙের উৎসবে হারিয়ে যান...