আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টের আজ শুক্রবার (০৩ অক্টোবর) দ্বিতীয় দিনটি পুরোপুরি ছিল ভারতের দখলে। তিন সেঞ্চুরিয়ানের ব্যাটে জমকালো এক ইনিংস গড়ে তুলেছে স্বাগতিকরা। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজার সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৪৪৮। লিড হয়েছে ২৮৬ রানের। ফলে ম্যাচটি পাঁচ দিনে গড়ানোর সম্ভাবনাই ক্ষীণ হয়ে পড়েছে। দিন শুরু করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার রাহুল ও ধ্রুব জুরেল। শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। জেডেন সিলসের আউটসুইঙ্গারে রাহুলের ব্যাটের কানায় লেগে যাওয়া বলটি সরাসরি স্লিপে যাওয়ার কথা থাকলেও সেখানে ফাঁক থাকায় তা চলে যায় সীমানার বাইরে। সেই জীবন পেয়ে আর থামেননি রাহুল। ২০১৬ সালের পর ভারতের মাটিতে তার প্রথম শতকটি আসে আজকের দিনে। ১৯০ বলে ১২টি চারে সেঞ্চুরি...