ভুক্তভোগী মেয়েটির মেডিকেল রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ডের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখা। সংগঠনের সভাপতি ডাক্তার শহীদ তালুকদার ও সাধারণ সম্পাদক ডাক্তার টুটুল চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসস্মানজনক ও অগ্রহণযোগ্য অপপ্রচার চলছে। এতে চিকিৎসক সমাজ গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। এদিকে, সাতদিন পর স্বনির্ভর বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে ত্রাণ সহায়তা। বিকালে খাগড়াছড়ি ষ্টেডিয়ামে জেলা সদরে ২৭টি মুসলিম, হিন্দু ও বড়ুয়া পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল...