বেনাপোলে ইদ্রিস আলী (১৫) নামের এক মোটর মেকানিককে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের ছবি পাঠিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। ভুক্তভোগী পরিবারের ধারণা, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে অপহরণ করেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।বৃহস্পতিবার (২ অক্টোবর) ইদ্রিস আলীকে একটি বদ্ধ ঘরে চোখ বেঁধে ফেলে রাখার ছবি পাঠিয়ে মুক্তিপণ চায় অপহরণকারীরা।এর আগে গত মঙ্গলবার কাজের উদ্দেশ্যে বেনাপোলের ঘিবা গ্রাম থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি ইদ্রিস। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার থানায় অভিযোগ দেন।ইদ্রিসের বাবা আজিজুর রহমান জানান, সংসারের অভাব-অনটনের কারণে তার ছেলে বেনাপোল বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে গত মাসে কাজ নেয়। গত সাত দিনে তিন দফা তার ছেলেকে বেনাপোল বাজারের মেয়র মার্কেটে ফেলে মারধর করে কিশোর...