০৩ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ পিএম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরু চুরির মামলায় বিশেষ অভিযান চালিয়ে আলী আকবর (৪৮) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার আলী আকবরকে কোর্টে প্রেরণ করে থানা-পুলিশ। তার আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বড়হিত ইউনিয়ন থেকে আলী আকবরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আলী আকবর বড়হিত ইউনিয়নের বড়ডাংরী গ্রামের প্রয়াত আছর উদ্দিনের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে আলী আকবরের জবানবন্দি অনুযায়ী উপজেলার উচাখিলা ইউনিয়ন থেকে এক চোর এবং ময়মনসিংহ সদরের নিলক্ষীয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আরও এক চোরকে গ্রেপ্তার করে পুলিশ। এনিয়ে গরু চুরি মামলায় মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তবে মামলার অধিকতর তদন্ত ও চুরি যাওয়া গরু উদ্ধারের স্বার্থে গ্রেপ্তার অপর দুই চোরের নাম প্রকাশ করেনি পুলিশ। প্রসঙ্গত,...