মেঘের ফাঁকে জোছনা ওড়ে শিশির ঝরে রাতেবর্ষারাণী ছুটে বেড়ায়- চল, মেঘেদের সাথেভোর হলে পর পূর্বাকাশে জেগে ওঠে রবিস্বদেশ জুড়ে হাসতে থাকে সবুজ শরৎ ছবি। সেই ছবিতে আঁকা থাকে পাখপাখালির খেলাশিউলি ছাতিম গগনশিরীষ শুভ্র কাশের মেলানদীর বুকে পালতোলা নাও মাঝির কণ্ঠে গানমাঠের মাঝে হাসতে থাকা সবুজ আমন ধান। মাছরাঙা বক পানকৌড়িদের মাছ শিকারি ধ্যানপুকুর ভরাট পানাফুলের শোভিত উদ্যানদুরন্তদের দস্যিপনা ইচ্ছেপুরে ঝাঁপঘা মারানো প্রখর রোদের তিতান খরতাপ। ঝিল-পুকুরের শান্ত জলে শাপলা ফুলের হাসিউঠোনভরা শিশির ভেজা শিউলি রাশি রাশিউদাস দুপুর পদ্মপাতে ডাহুক পাখির হাঁটাবৃষ্টি মেঘের লুকোচুরি রোদ খরাতে ঠা ঠা। ধানের ক্ষেতে কাদায় মাখা বর্ষা শেষের জলব্যাঙের মুখে পুঁটির পোনার বাঁচার কোলাহলদুষ্টু ছেলের মৎস্য শিকার লেপ্টে গায়ে মাটিসোনার দেশের সবুজ শরৎ কী যে পরিপাটি! নীল আকাশে মেঘের সারি সাদা সাদা ঘর,বাতাস পেলেই ছুটে...