মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নে দুগ্রুপের সংঘর্ষে গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশের অভিযানে ১৪টি ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর তিনটার দিকে হোগলাকান্দি এলাকায় মোল্লা ও মিঝি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন— হোগলাকান্দি এলাকার সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) ও আকাশ মোল্লা (২৫)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যান হওয়ার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় গাজী গ্রুপের সঙ্গে মোল্লা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সরব বিরোধের জেরে শুক্রবার দুপুরে স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গেলে বাহারউদ্দিন মোল্লার ছেলে সাব্বিরকে মারধর করে প্রতিপক্ষ গাজী গোষ্ঠীর লোকজন। এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে উভয় গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির সূত্রপাত হয়। এ সময় সেখানে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর...