আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে ৩ জনগুলিবিদ্ধসহ অন্তত ৪ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টেবর) দুপুর দেড়টার দিকে সদরের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের গাজী গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর দুই গ্রুপে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) ও আকাশ মোল্লা (২৫), সাব্বির মোল্লা (২২)। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে ভিটি হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা গোষ্ঠীর বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শুক্রবার দুপুরে উভয় গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির সূত্রপাত হয়। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে অবিস্ফোরিত ১৪ ককটেল উদ্ধার করে পুলিশ। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি...