গাইবান্ধার সাদুল্যাপুরে মতিয়ার রহমান (৭৫) নামের এক বৃদ্ধকে মারধরের পর ঘরের টিন খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী সুরুজ মিয়া (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গত বুধবার (১ অক্টোবর) মতিয়ার মিয়ার স্ত্রী জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন। কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘পূজার ব্যস্ততা থাকায় তদন্তে অগ্রগতি হয়নি। অভিযুক্তকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।’’ এর আগে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। হতদরিদ্র বৃদ্ধকে মারধর ও ঘরের টিন খুলে নেওয়ার কারণ জানার চেষ্টা করেছে রাইজিংবিডি ডট কম। স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘‘প্রায় দুই মাস আগে মতিয়ার রহমানের...