গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ ইসরায়েলি বাহিনী কর্তৃক আটকের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ‘জাকসুর’ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘ফ্রম দা রিভার টু দ্য সি, প্যালেস্টাইম উইল বি ফ্রি’, ‘ওয়ান টু থ্রি ফোর জায়োনিজম নো মো’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ইন্তিফাদা ইন্তিফাদা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘হামাসের যোদ্ধারা, লও লও লও সালাম’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। মিছিল পরবর্তী সমাবেশে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ইসরায়েল মানবতার চির দুষমণ। ইসরাইল শুধু গত দুই বছরে এক লাখের মতো ফিলিস্তিনিকে হত্যা করেছে। যারা মানবতার বুলি আওড়ায়, ফিলিস্তিনের বিষয়ে কোনো কথা বলে না। আমরা বিভিন্ন দেশের ছাত্রসংগঠনের সঙ্গে কথা...