বাংলাদেশের বেসরকারি খাতের সিটি ব্যাংককে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে দুটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক-এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। ঋণের মধ্যে পাঁচ কোটি (৫০ মিলিয়ন) ডলার দেবে এআইআইবি এবং এনডিবি দেবে আড়াই কোটি (২৫ মিলিয়ন) ডলার। এ অর্থ দেশের বেসরকারি খাতে বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন ছাড়াও বিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, ই-মোবিলিটি ও ডিজিটাল কার্যক্রমে ব্যবহৃত হবে। ঋণ সহায়তা পেতে দুটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে সিটি ব্যাংক। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। চুক্তিতে সই করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন; এআইআইবির ডিরেক্টর জেনারেল, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ফান্ডস ক্লায়েন্টস, গ্লোবাল গ্রেগরি লিউ; এনডিবির ভাইস প্রেসিডেন্ট ও সিওও রোমান সেরভ এবং ডিরেক্টর জেনারেল বিন হান। এ সময় আরও...