অনলাইনে রিটার্ন দাখিল করতে অধিকাংশ করদাতা নানা জটিলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে নতুন করদাতারা নানা প্রশ্ন থাকে। অনলাইন রিটার্ন দাখিলে এরূপ কয়েকটি প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। ই-রিটার্ন (e-Return) সিস্টেমে সাইন-ইন করার পদ্ধতি কী? অনলাইনে রিটার্ন দাখিলের জন্য e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য করদাতার বায়োমেট্রিক নিবন্ধিত সিমকার্ডসহ মোবাইল ফোন নম্বর ও টিআইএন প্রয়োজন। এরপর www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে “I am not registered yet” বাটনে ক্লিক করে পরবর্তীতে টিআইএন ও মোবাইল ফোন নম্বর ইনপুট দিয়ে “Verifz” বাটনে ক্লিক করলে মোবাইলে ৬ ডিজিটের একটি ওটিপি যাবে, যা টাইপ করে পাসওয়ার্ড সেট করতে হবে এবং “Register” বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এরপর যে কোনো সময় টিআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন-ইন করতে পারবেন। প্রয়োজনে পাসওয়ার্ড...