কানাডার ওন্টারিওতে ওকভিলে অবস্থিত ‘ফিল্ম ডট সিএ’ নামে এক সিনেমা হলে চলছিল ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী। কিন্তু, হঠাৎই সিনেমা হলটিতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় সেই প্রদর্শনী। মূলত, প্রদর্শনী বন্ধ করতে পরপর অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। হামলার শিকার হওয়ার পর ঋষভ শেঠি অভিনীত ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান’ এবং পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ছবি দুটির শো স্থগিত করা হয়েছে। সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কোনো ভারতীয় ছবি প্রদর্শন করবে না। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর ভোরে প্রথম হামলাটি ঘটে। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে দুই ব্যক্তি সিনেমা হলের প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে দেয়। হ্যাল্টন পুলিশের মতে, হামলাকারীরা...