শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নৌকা থেকে পড়ে যাওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর নতুন ও পুরাতন সেতুর মাঝখান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা। মারা যাওয়া রনি পাশের মান্দা উপজেলার বানডুবি গ্রামের রঞ্জিত কুমারের ছেলে। ওসি শাহীন রেজা বলেন, বৃহস্পতিবার বেলা ৪টার দিকে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য গ্রাম থেকে অন্যদের সঙ্গে মহাদেবপুর এসেছিল ১৫ বছরের এই কিশোর। কিন্তু প্রতিমা বিসর্জনের আগে বিকাল ৫টার দিকে নৌকা থেকে আত্রাই নদীতে পড়ে যায় রনি। স্থানীয়রা এবং মহাদেবপুর ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৮টা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল...